রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শেষ ওভারে ১৮ রান তোলেন রিয়ান। হর্ষলের সেই ওভারে দু’টি ছয় এবং একটি চার মারেন অসমের এই ক্রিকেটার। রাজস্থানকে লড়াই করার মতো রান তুলে দেন তিনি। আরসিবি-র সামনে সামনে ১৪৫ রানের লক্ষ্য রাখে রাজস্থান। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও ৩১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রিয়ান। তিনিই দলকে লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন।
রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে দর্শক শুধু ব্যাটে, বলে নয়, লড়াই দেখল মুখেও। রিয়ান পরাগ এবং হর্ষল পটেলের মধ্যে বাকযুদ্ধ লেগে গেল মাঠের মধ্যেই। ম্যাচ শেষেও সেটার জের রয়ে গিয়েছে বোঝা গেল হাত না মেলানো দেখে।
রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শেষ ওভারে ১৮ রান তোলেন রিয়ান। হর্ষলের সেই ওভারে দু’টি ছয় এবং একটি চার মারেন অসমের এই ক্রিকেটার। রাজস্থানকে লড়াই করার মতো রান তুলে দেন তিনি। আরসিবি-র সামনে সামনে ১৪৫ রানের লক্ষ্য রাখে রাজস্থান। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও ৩১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রিয়ান। তিনিই দলকে লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন।