আজ সকাল ১১ টা হতে ১০ নং ওয়াডের আরামবাগ পানির পাম্প বিকল হয়ে যায়, এই রমজান মাসে সকল মানুষ রোজাদার প্রচন্ড গরম এমন সময় যদি ওয়াসার পানির পাম্প বিকল হয়ে যায় এলাকার জনগন কোথায় যাবে, আরামবাগ মীর পাড়া,বি, জে, সি, চিওরন্জন, আংশিক মীীরপাড়া অএ এলাকার মানুষ খাবারের পানির জন্য দৃশে হাড়াা। আরামবাগ একটি মাএ পানির পাম্প থাকায় সকল জনগন এই পানির পাম্পের উপর নির্ভর্শীল এই ওয়াসার পানির পাম্প বার বার বিকল হয়ে যায় বিকল হলে সাধারন মানুষ হতাসার মধ্যে বিরাজ করে,রোজার মাস রোজা থাকতে হবে রান্নাবান্ন করতে হয় নামাজ পরতে হয় পুরুষ মানুষ তারা মসজিদে জেতে পারে কিন্তু মহিলা শিশু বাচ্চা এরা কোথায় যাবে অএ এলাকার জনগন ডঃ সেলিনা হায়াত আইভি কে অত্যান্ত ভালো বাসে তাই আরামবাগ মীরপারা বি,জে,সি চিত্তরন্জনের সাধারন মানুষের দাবি যদি আর একটি পানির পাম্প বসান হতো তাহলে এই পানির যে অভাব দুর হতো,১০ নং ওয়াডের সাধারন জনগন আর কিছু চায় না সুধু আরেকটি পানির পাম্প বসালে মানুষের খাবারের পানির যে অভাব দুর হতো আশা করি মেয়র মহদয় মানবিক চিন্তা করে এই পানির পাম্পের খাবারের পানির জন্য সু ব্যবস্থা নিবে ধন্যবাদ।
(আব্দুল কাদির মোল্লার ফেইসবুক কলাম থেকে সংগৃহীত)