বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)’তে আসছে নতুন নীতি গণমাধ্যম কর্মীদের জন্য। বিসিবি চত্বরে প্রাধান্য পাবে তালিকাভুক্ত প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন ও ইউটিউব চ্যানেলের সাংবাদিকরা। সরকারের গাইড লাইন মোতাবেক ঢুকতে দেয়া হবে মিডিয়াকর্মীদের।
রবিবার (১৭ এপ্রিল) সকালে গণমাধ্যমে এক বিবৃতিতে নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি’র পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।
তানভীর আহমেদ টিটু বলেন, সাংবাদিকরাও আমাদের ক্রিকেট বোর্ডের একটা পার্ট। আগে ছিলো প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়া। কিন্তু এখন এগুলোর সাথে যুক্ত হয়েছে অনলাইন ও ইউটিউব মিডিয়া। যেকারণে সংখ্যায় বেড়ে যাওয়াতে আমাদের রেকমেন্ডেশনে সমস্যা হচ্ছে। এছাড়া আইপি, অনলাইন বা ইউটিউবের জন্য সরকার কিছু গাইড লাইন দিচ্ছে। তাই সেটাকে ফলো করে আমাদের গাইডলাইন সংশধোন করে নিবো। সরকারের মাধ্যমে যারা নিবন্ধিত থাকবে শুধু তাদেরকেই অনুমতি দেয়া হবে। যাচাই বাছাই করে, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ছাড়াও যে অনলাইন বা ইউটিউব সরকারের রুলস মেনে কাজ করে, তাদেরকে নিয়েই আমরা ক্রিকেট বোর্ড ভবিষ্যতে কাজ করবো।
তিনি বলেন, শ্রীলঙ্কা সিরিজ তো ঘরের দ্বারপ্রান্তে, এটা থেকে সম্ভব না হলেও পরবর্তী সিরিজ থেকে আমরা এসব নিয়ম চালু করবো। কারণ আমাদের আগে সরকারের যে গাইড লাইন আছে সেটা পেতে হবে। সরকারের গাইড লাইন পেলে আমাদের জন্য কাজ গুলো সহজ হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমাদের ক্রিকেট বাংলাদেশের মানুষের মনের অন্তস্থলে জায়গা করে নিয়েছে। আমিও চাই না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন কথা মানুষের কাছে পর্যন্ত না পৌঁছায়। আমরা চাই মানুষের কাছে যাক। আমরা চাই মানুষের কাছে তথ্যগুলো জাতে সঠিকটা যায়। আর সেটা সুনিশ্চিত করার জন্য সরকারের যে নির্দেশ থাকবে, সেটাকে বাস্তবায়ণ ঘটানো। আমরা অবাধ তথ্য প্রবাহের বিরুদ্ধে না, কেননা আমাদের দেশের মানুষের কাছে ক্রিকেট যেভাবে পৌঁছিয়েছে, সেটা গণমাধ্যমকর্মীদের ছাড়া সম্ভব ছিলো না। আমাদের যে স্পন্সর বা আর্থিক ভাবে যা কিছুই আছে সব কিছুই কিন্তু জনগণের আগ্রহ আছে বলে। তাই সেটাকে ঠেকানো কোন প্রশ্নই আসে না।
তারভীর বলেন, আমরা যেটি করতে চাচ্ছি সেটা হলো, সব কিছু যাতে ঠিক থাকে, হ-য-ব-র-ল না হয়। আমাদের কার্যক্রম চলছে। আমাদের পেইজ, ওয়েব সাইট গুলো নিয়ে কাজ করছি। আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলবো। যাতে করে আমাদের ক্রিকেট বোর্ডের যে কার্যক্রম আছে সেগুলো মিডিয়া কর্মীরা সহজেই পেয়ে যায়।