৫০০ গ্রাম হিরোইন পাচারের কারনে পারভীন শায়লা নামক এই নারীকে গাইবান্ধার দায়রা সেশন জজ আদালত দিলেন মৃত্যুদন্ড।
দেশে এমন অনেক রায় হচ্ছে প্রতিনিয়। কিন্তু এমন চাঞ্চল্যকর আদেশ খুব কমই হয় বলে মনে করেন উপস্থিত আদালতের সাধারণ মানু। আর বিশেষকরে এই নারী ভাবতেই পারেনি যে তার সাজা মৃত্যুদন্ড হবে।
তার রায় সে নিজে শুনে আদালতে কান্নায় ভেঙে পড়েন উক্ত আসামী। এ সময় সেখানে এক আবেগঘনপরিবেশ সৃস্টি হয়।এক পর্যায় আসামী পুলিশের কোলে ঢলেপড়ে অজ্ঞেন হয়ে যান। দেশে হিরোইন পাচার রোধে এই সাজা এক উদাহারন বলে মনে করেন আদালতের বিজ্ঞকৌশলীগন।