রবিবার ১ ডিসেম্বর, ২০২৪ রাত ২:৫২
সংবাদ শিরোনাম :
স্ত্রী চান বিকিনি পরে ঘুরতে,তাই পুরো দ্বীপ কিনে নিলেন স্বামী।: অদ্ভুত ভালোবাসা। হত্যা মামলা থেকে ধর্ষক ছেলেকে বাচতে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে উল্টো অভিযোগ।: সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢল তুমি কেমন ডিজাইনার? এতো যৌক্তিক তোমার ডিজাইন। বাংলাদেশের মাটিতে ভারতীয় দুতাবাস থাকতে পারবে না বলেছেন : মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে অপহরন মামলা!: ক্ষমতা চলে গেলেই খেতে হয় মামলা! বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন যেভাবে হলো বাজপাখির মাঝে জিপিআরএস সিস্টেম চালু করে বিজ্ঞানীরা আবিস্কার করলেন স্রষ্টার মহান নিদর্শন।: মহান রবের কুদরত অপরিসীম। ঈদ মোবারক: আজ পবিত্র ঈদুল ফিতর।সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। ডেঙ্গুতে ছোট ছেলের লাশ এক কক্ষে রেখে,বড় ছেলেকে আইসিউতে,দেখতে গেলেন জনমদুখিনী নার্স মা!!

শেষ ওভারে রিয়ান নিলেন ১৮ রান: ক্ষেপে গেলেন হর্ষল শেষ ওভারে রিয়ান নিলেন ১৮ রান

skynews
  • প্রকাশিত : এপ্রিল, ২৭, ২০২২, ৫:৫২ অপরাহ্ণ
  • ২২৮ বার দেখা হয়েছে

রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শেষ ওভারে ১৮ রান তোলেন রিয়ান। হর্ষলের সেই ওভারে দু’টি ছয় এবং একটি চার মারেন অসমের এই ক্রিকেটার। রাজস্থানকে লড়াই করার মতো রান তুলে দেন তিনি। আরসিবি-র সামনে সামনে ১৪৫ রানের লক্ষ্য রাখে রাজস্থান। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও ৩১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রিয়ান। তিনিই দলকে লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে দর্শক শুধু ব্যাটে, বলে নয়, লড়াই দেখল মুখেও। রিয়ান পরাগ এবং হর্ষল পটেলের মধ্যে বাকযুদ্ধ লেগে গেল মাঠের মধ্যেই। ম্যাচ শেষেও সেটার জের রয়ে গিয়েছে বোঝা গেল হাত না মেলানো দেখে।

রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শেষ ওভারে ১৮ রান তোলেন রিয়ান। হর্ষলের সেই ওভারে দু’টি ছয় এবং একটি চার মারেন অসমের এই ক্রিকেটার। রাজস্থানকে লড়াই করার মতো রান তুলে দেন তিনি। আরসিবি-র সামনে সামনে ১৪৫ রানের লক্ষ্য রাখে রাজস্থান। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও ৩১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রিয়ান। তিনিই দলকে লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন।

কিন্তু রিয়ানের এই কাণ্ড ভাল ভাবে নেননি হর্ষল। তাঁর ওভারে রিয়ান ছয় মারার পর কটূক্তি করেন আরসিবি-র পেসার। ম্যাচ শেষে রিয়ান হাত মেলাতে গিয়েছিলেন হর্ষলের সঙ্গে। কিন্তু তখন হাতই মেলালেন না হর্ষল। ব্যাপারটায় অবাক হন রিয়ানও।

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 SKY 24 tv
Design & Developed BY:
ThemesCell