বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদলের মাশুকুল ইসলাম রাজিব।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় ফতুল্লা বটতলা রেললাইন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে ইফতার আগ মুহূর্তে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সম্পাদক খায়রুল কবির মুন্না, নাট্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজ, স্বেচ্ছাসেবক দল নেতা সাজু, রাসেল, হৃদয়, সাগর, সুমন, জাহাঙ্গীর আলম, শরিফ প্রমুখ।