৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের গোদনাইল ১০ নং ওয়ার্ডে আরামবাগ জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। আসর নামাজ পড়ার পর উক্ত দোয়ায় এলাকার মুরুব্বী সহ সকল শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। দোয়া শেষ ইফতারের পূর্বে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় নাসিম ওসমানের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করা হয়
নারায়ণগঞ্জের ইতিহাসে তিনি সর্বাধিক ৪ বারের নির্বাচিত জাতীয় সংসদের সদস্য। তিনি সকলের অভিভাবক ছিলেন। ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রিয় নেতার। আজকে তাঁর মৃত্যুর ৮ বছর অতিবাহিত হলেও নারায়ণগঞ্জবাসী তাঁর শূণ্যস্থানে কাউকে বসাতে পারেনি।
প্রমঙ্গত, প্রয়াত এ.কে.এম সামসুজ্জোহার পাঁচ সন্তানের মধ্যে জেষ্ঠ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ছিলেন নাসিম ওসমান। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সুইসাইড স্কোয়াডে যুদ্ধ করেছেন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হওয়ার পর নববিবাহিতা বধূ রেখে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হন এবং কাদেরিয়া বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮১ সালে তিনি দেশে ফিরে আসেন।