প্রসংশায় ভাসছে গোদনাইল ১০নং ওয়ার্ডের প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির মোল্লার কলাম! তার দেখা রাজনীতি মাঠের হালাচালের দীর্ঘ ত্যাগের বর্ননা তুলে ধরতে যাচ্ছেন সোশাল মিডিয়া ফেইসবুকে।তার ফেইসবুক স্টেটাসের আজ প্রথম কলামে গোদনাইলের রাজনৈতিক ব্যাক্তিদের মাঝে ব্যপকভাবে আলোচনার ঝর বইছে।তার এ লেখা পড়ে এলালাকার মানুষ বলে বেড়াচ্ছে,,কাদির মোল্লা সত্যকথন তুলে ধরছে একযোগে পরে। যা সত্যিই দলের ত্যাগী কর্মীদের জন্য আনন্দের বিষয়। কলামের প্রথম অংশ হুবাহু তুলা ধরা হলো sky24tv.com News এর পাঠকের মাঝে
“ঘুরে ফিরে সমাজ একই স্থানে, বলার কারন আমার জ্ঞান খেয়াল যখন হতে সুরু আমি ১৯ ৬৪ মুসলিম / হিন্দু মাড়ামারি,১৯৬৫ পাক / ভারত যুদ্ধ সেই সময় হতে আমার দেখে আশা পূর্ব পাকিস্থান হতে স্বাধীনতার সংরাম মুক্তি যুদ্ধ স্বাধীনতা লাব, আজ অবধি চলছে সমাজ ব্যবস্থা কোন না কোন বড় ভাই ছোট ভাইদের হাতে, মহল্লার জনগন গ্রামের জনগন ওয়াডের জনগন সর্ব সময় নিপিরিত নির্জাতিত হয়ে চলছে, দেখার কেউ নেই, এবং যারা জনগন কে হয়রানি করে তারা স্থানিয় কেউ না এর বহিরাগত, সমাজের এমন অবস্থা যে যারাই মাস্তানি করে চাদাবাজি করে স্থানিয় বড় ভাইদের ছএ ছায়ায় থেকে করে যচ্ছে,সেই নেকবর মাষ্টার কমিশনার মুজাফ্ফর হোসন কমিশনার, হাজী মুসলেউদ্দিন, কমিশনার বাদশা কমিশনার আবুল ভূইয়া কমিশনার,মোহর আলী কমিশনার, আলী আহাম্মদ কমিশনার হাজী ইফতেখার আলম খোকন কাউন্সিলার সাহেব এরা সকলেই সমাজের সফল কাউন্সিলার কিন্তু সন্ত্রাস দমনে তাদের সফলতা 0 % আজ পযন্ত, আমরা জনগন পবিএ ভোট দিয়ে জন প্রতিনিধি বানাই মেয়র বানাই এম পি বানাই কিন্তু আমরা জনগন কি পাই ??? ( চলমান আগামিতে” )