ফায়ার সার্ভিসের দ্রুত সেবায় ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পেল “শ”খানেক দোকান।
skynews
প্রকাশিত : ফেব্রুয়ারি, ২৩, ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
১৬৮ বার দেখা হয়েছে
ফায়ার সার্ভিসের দ্রুত সেবায় ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পেল “শ” খানেক দোকান।
সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল চৌধুরীবাড়ি সরকারি সমাজকল্যাণ সংস্থার ভবঘুরে আশ্রয়কেন্দ্রে গেট সংলগ্ন হোসেনের ভাঙ্গারীর দোকানে গতরাত ১১:৪৫ মিনিটে প্লাস্টিকের ভাঙ্গারী থেকে আগুনের সুত্রপাত হয়। ১০ মিনিটের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পরতে থাকলে স্থানীয় লোকজন নিকটস্থ নারায়ণগঞ্জ হাজীগঞ্জ ফায়ারসার্ভিস কে ফোন দিলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ আনে যার ফলে প্রায় ১০০ টির বেশি দোকান রক্ষা পায়। ৩০ মিনিটের আগুনে হোসেনের দোকানে রাখা প্লাস্টিকের সকল ভাঙ্গারী পুড়ে যায়। কিন্তু অন্যান্য দোকান আগুনের লেলিহান থেকে রক্ষা পায়। এই জন্য স্থানীয় দোকান মালিকগন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তারা বলেন দ্রুত যদি ফায়ার সার্ভিস না আসতো তাহলে ১০ মিনিট দেড়ি হলেই শ’খানেক দোকান পুড়ে যেতো তাতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হতো। যা ব্যবসায়ীদের আগামী রোজার আগে তার সাথে তাদের ভাগ্যও পুড়ে ছাই হয়ে যেতো বলে তারা মনে করেন। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার ওবাইদুল্লাহ জানানা,তারা খবর পেয়ে দুইটি ইউনিট নিয়ে এসে সাথে সাথেই চলে এসে দ্রুত আগুন নিভাতে সক্ষম হয়েছেন।