সোমবার ২ ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭
সংবাদ শিরোনাম :
স্ত্রী চান বিকিনি পরে ঘুরতে,তাই পুরো দ্বীপ কিনে নিলেন স্বামী।: অদ্ভুত ভালোবাসা। হত্যা মামলা থেকে ধর্ষক ছেলেকে বাচতে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে উল্টো অভিযোগ।: সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢল তুমি কেমন ডিজাইনার? এতো যৌক্তিক তোমার ডিজাইন। বাংলাদেশের মাটিতে ভারতীয় দুতাবাস থাকতে পারবে না বলেছেন : মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে অপহরন মামলা!: ক্ষমতা চলে গেলেই খেতে হয় মামলা! বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন যেভাবে হলো বাজপাখির মাঝে জিপিআরএস সিস্টেম চালু করে বিজ্ঞানীরা আবিস্কার করলেন স্রষ্টার মহান নিদর্শন।: মহান রবের কুদরত অপরিসীম। ঈদ মোবারক: আজ পবিত্র ঈদুল ফিতর।সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। ডেঙ্গুতে ছোট ছেলের লাশ এক কক্ষে রেখে,বড় ছেলেকে আইসিউতে,দেখতে গেলেন জনমদুখিনী নার্স মা!!

‘লবিং ছাড়া জাতীয় দলে সুযোগ হয় না’ বলা সেই রাহিকে সুযোগ দিল বিসিবি

skynews
  • প্রকাশিত : মে, ৮, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ
  • ২২৬ বার দেখা হয়েছে

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে জায়গা হারিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন পেসার আবু জায়েদ রাহি।

লবিং ছাড়া জাতীয় দলে সুযোগ হয় না দাবি করা এই পেসারকে প্রস্তুতি ম্যাচের দলে সুযোগ দিয়েছেন ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

টেস্ট দল থেকে বাদ পড়া ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা তারকাদের নিয়েই ১৪ সদস্যের দল দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।

১০ ও ১১ মে সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আন-অফিসিয়াল এ ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্বে থাকবেন জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

প্রস্তুতি ম্যাচের দলে আছেন টেস্ট দল থেকে বাদ পড়া দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও সাইফ হাসান। শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সুযোগ পাওয়া একমাত্র ক্রিকেটার মোসাদ্দেক হোসেন আছেন প্রস্তুতি ম্যাচের দলে। শুরুতে টেস্ট দলে না থাকলেও পরে যুক্ত করা হয় এই স্পিনিং অলরাউন্ডারকে।

সবশেষ জাতীয় লিগে রেকর্ড এক হাজার ১৩৮ রান করে প্রস্তুতি ম্যাচের দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক (বিজয়), শাহাদাত হোসেন, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, অমিত হাসান, আবু জায়েদ চৌধুরী।

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 SKY 24 tv
Design & Developed BY:
ThemesCell