সোমবার ২ ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩
সংবাদ শিরোনাম :
স্ত্রী চান বিকিনি পরে ঘুরতে,তাই পুরো দ্বীপ কিনে নিলেন স্বামী।: অদ্ভুত ভালোবাসা। হত্যা মামলা থেকে ধর্ষক ছেলেকে বাচতে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে উল্টো অভিযোগ।: সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢল তুমি কেমন ডিজাইনার? এতো যৌক্তিক তোমার ডিজাইন। বাংলাদেশের মাটিতে ভারতীয় দুতাবাস থাকতে পারবে না বলেছেন : মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে অপহরন মামলা!: ক্ষমতা চলে গেলেই খেতে হয় মামলা! বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন যেভাবে হলো বাজপাখির মাঝে জিপিআরএস সিস্টেম চালু করে বিজ্ঞানীরা আবিস্কার করলেন স্রষ্টার মহান নিদর্শন।: মহান রবের কুদরত অপরিসীম। ঈদ মোবারক: আজ পবিত্র ঈদুল ফিতর।সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। ডেঙ্গুতে ছোট ছেলের লাশ এক কক্ষে রেখে,বড় ছেলেকে আইসিউতে,দেখতে গেলেন জনমদুখিনী নার্স মা!!

সপরিবারে ‘পাপ’ করছেন নায়িকা, খেলছেন হোলিও

Shahalam Molla
  • প্রকাশিত : এপ্রিল, ৬, ২০২২, ৬:৩৫ পূর্বাহ্ণ
  • ২৭৪ বার দেখা হয়েছে

এক ঢিলে ২ পাখি মারছেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। মেতে উঠেছেন হোলির রঙিন খেলায়। অন্যদিকে শুটিংও করছেন। দীর্ঘদিন পর শুরু হয়েছে তার ওয়েব সিরিজ ‘পাপ’র দ্বিতীয় সিজনের কাজ।

অভিনেত্রী মুম্বাই ছেড়ে আপাতত কলকাতায়। ‘হইচই’-য়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাপ ২’-এর শুটিং উপলক্ষে। এই সিরিজে তিনিই কেন্দ্রীয় চরিত্র ‘পার্বণী’ হিসেবে অভিনয় করছেন। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ২০ মার্চ থেকে তিনি ক্যামেরার মুখোমুখি। পুরোদমে কাজ চলছে।

তাই শুটিংয়ের মধ্যেই দোল উৎসব পড়েছে। নিজের শহরে রং খেলার সুযোগ কেউ ছাড়ে? পূজাও ছাড়েননি। ছবি বলছে, কুণাল বর্মাও দোলের আগে চলে এসেছেন এখানে। মা-বাবা-স্বামীকে নিয়ে চুটিয়ে ‘হোলি’ খেললেন অভিনেত্রী। সঙ্গে ছিলো সদ্য পৃথিবীর মুখ দেখা সন্তানও।

প্রসঙ্গত, ২০১৯ সালের দুর্গা পূজায় ‘হইচই’-এ মুক্তি পায় ‘পাপ’। কিছুদিন আগেই ওই প্রযোজনা সংস্থা ঘোষণা করেছিল, দর্শক চাহিদায় ফিরছে ‘পাপ’ সিরিজটি। আগের সিরিজ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই কি শুরু হচ্ছে নতুন সিজন? সংস্থার কথায়, সিরিজে ছোটনের খুনি পার্বণী না অন্য কেউ? এই ধোঁয়াশা রেখে শেষ হয়েছিল প্রথম সিরিজ। এখান থেকেই গল্প শুরুঝবে।যেখানে ছোটনের খুনের তদন্তের কিনারার আগেই ফের খুন পরিবারে। আরও খুনের আগেই কি খুনি ধরা পড়বে?

খবর, নতুন সিরিজে পূজার পাশাপাশি প্রথম সিরিজের অভিনেতাদেরই দেখা যাবে। তার মধ্যেই রয়েছে ছোট্ট বদল। ‘পার্বণী’র বোনের চরিত্রে আগের সিরিজে অভিনয় করেছিলেন ‘প্রথমা কাদম্বিনী’ সোলাঙ্কি রায়। এই সিরিজে তার জুতোয় পা গলাচ্ছেন মিশমি দাস। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 SKY 24 tv
Design & Developed BY:
ThemesCell