সিদ্ধিরগঞ্জের আর.কে স্পিনিং মিলসে লাইনম্যানের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী শ্রমিককে মারধর। আঘাতপ্রাপ্ত কিশোরী সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলেও এ অভিযোগের সত্যতা পায়নি বলে দাবী করেন তদন্ত কর্মকর্তা। তাহলে কার ধারস্ত হবে এসব সাধারণ মানুষ। কারখানাগুলোতে কি শিশু শ্রম আইন মানা হচ্ছে !? সব জায়গায় ম্যানেজের চেষ্টা ! তাই সাংবাদিকদের কাছ থেকেও বিশ্বাস হারিয়ে ফেলছে মানুষগুলো।
সূত্রঃআনন্দ টিভি