পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নং মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল দাঁড়িয়ার বিরুদ্ধে তার পরিষদের ১১ জন সদস্যের উপর হামলা, অনিয়ম ও দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে ওই ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য একত্রিত হয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
উপস্থিত সদস্যদের মধ্যে তিনজন নারী ও ৮ জন পুরুষ ইউপি সদস্য।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করা হয়, ‘নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল দাঁড়িয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত ১৬ মার্চ ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্য জেলা প্রশাসক ও নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনাস্থাপত্র দাখিল করেন। এর পরিপেক্ষিতে গত ৭ এপ্রিল নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদিদ ওই ১১ জন ইউপি সদস্যকে তার কার্যালয়ে ডেকে পাঠান। ওইদিন সকালে ইউপি সদস্যরা
মালিখালী ইউনিয়ন থেকে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে যাওয়ার পথে চেয়ারম্যান রুহুল আমীন বাবুল দাঁড়িয়া স্থানীয় ছাত্রলীগের কিছু নেতাকর্মী নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় ইউপি সদস্য মুক্তিযোদ্ধা কদম আলী শেখ, ইউপি সদস্য মনোজ কান্তি মন্ডল, মহিলা ইউপি সদস্য নাসরিন আক্তারসহ আরো কয়েকজন আহত হয়। আহত ইউপি সদস্যরা নাজিরপুর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হামলাকারীরা হাসপাতাল থেকে বের করে দেন। পরে আহত ইউপি সদস্যদের পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।’
অভিযোগের বিষয় চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবলু জানায়, ঘটনার দিন তিনি নাজিরপুরে ছিলেন না। তিনি কোনো হামলার সাথে জড়িত না।
১১ জন সদস্যের অনাস্থাপত্র দেওয়ার বিষয় বলেন, আগের চেয়ারম্যানের প্ররোচনায় ইউপি সদস্যরা এসব করছেন। তিনি কোনো অনিয়মের সাথে জড়িত না।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।