এক ঢিলে ২ পাখি মারছেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। মেতে উঠেছেন হোলির রঙিন খেলায়। অন্যদিকে শুটিংও করছেন। দীর্ঘদিন পর শুরু হয়েছে তার ওয়েব সিরিজ ‘পাপ’র দ্বিতীয় সিজনের কাজ।
অভিনেত্রী মুম্বাই ছেড়ে আপাতত কলকাতায়। ‘হইচই’-য়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাপ ২’-এর শুটিং উপলক্ষে। এই সিরিজে তিনিই কেন্দ্রীয় চরিত্র ‘পার্বণী’ হিসেবে অভিনয় করছেন। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ২০ মার্চ থেকে তিনি ক্যামেরার মুখোমুখি। পুরোদমে কাজ চলছে।
তাই শুটিংয়ের মধ্যেই দোল উৎসব পড়েছে। নিজের শহরে রং খেলার সুযোগ কেউ ছাড়ে? পূজাও ছাড়েননি। ছবি বলছে, কুণাল বর্মাও দোলের আগে চলে এসেছেন এখানে। মা-বাবা-স্বামীকে নিয়ে চুটিয়ে ‘হোলি’ খেললেন অভিনেত্রী। সঙ্গে ছিলো সদ্য পৃথিবীর মুখ দেখা সন্তানও।
প্রসঙ্গত, ২০১৯ সালের দুর্গা পূজায় ‘হইচই’-এ মুক্তি পায় ‘পাপ’। কিছুদিন আগেই ওই প্রযোজনা সংস্থা ঘোষণা করেছিল, দর্শক চাহিদায় ফিরছে ‘পাপ’ সিরিজটি। আগের সিরিজ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই কি শুরু হচ্ছে নতুন সিজন? সংস্থার কথায়, সিরিজে ছোটনের খুনি পার্বণী না অন্য কেউ? এই ধোঁয়াশা রেখে শেষ হয়েছিল প্রথম সিরিজ। এখান থেকেই গল্প শুরুঝবে।যেখানে ছোটনের খুনের তদন্তের কিনারার আগেই ফের খুন পরিবারে। আরও খুনের আগেই কি খুনি ধরা পড়বে?
খবর, নতুন সিরিজে পূজার পাশাপাশি প্রথম সিরিজের অভিনেতাদেরই দেখা যাবে। তার মধ্যেই রয়েছে ছোট্ট বদল। ‘পার্বণী’র বোনের চরিত্রে আগের সিরিজে অভিনয় করেছিলেন ‘প্রথমা কাদম্বিনী’ সোলাঙ্কি রায়। এই সিরিজে তার জুতোয় পা গলাচ্ছেন মিশমি দাস। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়।