পুতিনের মুখ দেখেও তাঁকে অসুস্থ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকে। কেউ বলেছেন, পুতিনের মুখ অস্বাভাবিক রকমের ফুলে রয়েছে, যা সুস্থতার লক্ষণ নয়
একনায়কেরা আর যাই হোক এত দুর্বল হতে পারেন না! রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভিডিয়ো টুইটারে দিয়ে লিখেছিলেন আন্তর্জাতিক রাজনীতির এক পর্যবেক্ষক। সেই ভিডিয়ো এখন গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রে।
আলোচনার কারণ পুতিনের স্বাস্থ্য। ভিডিয়োটিতে পুতিনকে দেখে অসুস্থ মনে হয়েছে। যাঁরা সেটি দেখেছেন তাঁদের অনেকের এ-কথাও মনে হয়ছে যে, পুতিন স্নায়ুর রোগ পারকিনসন্সে আক্রান্ত।
এ-রোগে রোগীর হাত কাঁপে। এতটাই তীব্র হতে পারে সেই কাঁপুনি যে, হাতে কোনও জিনিস ধরা থাকলে সেটি হাত থেকে পড়েও যেতে পারে। অনেক ক্ষেত্রে পেন ধরে লেখার ক্ষমতাও হারিয়ে ফেলেন রোগী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্ব যখন তুঙ্গে, পুতিনের একটি সই যখন বদলে দিতে পারে রাশিয়া বা ইউক্রেনের ভাগ্য, ঠিক তখনই প্রকাশ্যে এসেছে খবরটি।