ইউরোপের দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ না করলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার সেনাদের মোকাবিলায় ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার বিষয়ে জার্মানিতে সম্মেলন করার এক দিন পর আজ বুধবার ইউরোপের বিরুদ্ধে এ কড়া পদক্ষেপের ঘোষণা দিল মস্কো। তবে ইইউ বলেছে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোকে মস্কো জ্বালানিকে ব্যবহার করে ব্ল্যাকমেলের চেষ্টা করছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এসব নিষেধাজ্ঞার জবাবে ইউরোপে গ্যাস বন্ধ করে দেওয়ার হুমকি রাশিয়ার সবচেয়ে শক্ত পদক্ষেপের একটি বলে মনে করা হচ্ছে। এ ছাড়া আজ যুক্তরাজ্যের সাবেক ও বর্তমান ২৮৭ জন আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। আইনপ্রণেতাদের মধ্যে দেশটির সাবেক ও বর্তমান মন্ত্রী রয়েছেন।