সোমবার ২ ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫
সংবাদ শিরোনাম :
স্ত্রী চান বিকিনি পরে ঘুরতে,তাই পুরো দ্বীপ কিনে নিলেন স্বামী।: অদ্ভুত ভালোবাসা। হত্যা মামলা থেকে ধর্ষক ছেলেকে বাচতে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে উল্টো অভিযোগ।: সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢল তুমি কেমন ডিজাইনার? এতো যৌক্তিক তোমার ডিজাইন। বাংলাদেশের মাটিতে ভারতীয় দুতাবাস থাকতে পারবে না বলেছেন : মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে অপহরন মামলা!: ক্ষমতা চলে গেলেই খেতে হয় মামলা! বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন যেভাবে হলো বাজপাখির মাঝে জিপিআরএস সিস্টেম চালু করে বিজ্ঞানীরা আবিস্কার করলেন স্রষ্টার মহান নিদর্শন।: মহান রবের কুদরত অপরিসীম। ঈদ মোবারক: আজ পবিত্র ঈদুল ফিতর।সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। ডেঙ্গুতে ছোট ছেলের লাশ এক কক্ষে রেখে,বড় ছেলেকে আইসিউতে,দেখতে গেলেন জনমদুখিনী নার্স মা!!

ইমরান খানকে নিয়ে যা বললেন শহিদ আফ্রিদি

skynews
  • প্রকাশিত : মে, ৮, ২০২২, ৮:১২ অপরাহ্ণ
  • ২৩৩ বার দেখা হয়েছে

সংসদে আনা অনাস্থা ভোটে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ৩ বছর ৭ মাস ২৩ দিনে গদি হারান দেশটির বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক।

ইমরান খান গদি হারানোর পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোটভাই শাহবাজ শরিফ।

নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গত ১১ এপ্রিল টুইট বার্তায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি লেখেন- পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন। আশা করি পাকিস্তানকে বর্তমান আর্থিক ও রাজনৈতিক সমস্যা উত্তরণে ব্যবস্থাপনা দক্ষতা ব্যবহার করতে পারবেন তিনি।

নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো প্রসঙ্গে আফ্রিদি বলেছেন, আমি শুরু থেকেই শাহবাজ শরিফকে পছন্দ করি। পাকিস্তানে তার মতো প্রশাসক দেখান দেখি, পারবেন না। কারণ কেউ নেই। আমি তো ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাইনি। আমি পাকিস্তানের একজন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি। সে যেই হোক না কেন, আমি তো অভিনন্দন জানাবই। শাহবাজ শরিফকে জানানো অভিনন্দন বার্তায় একটা প্রতিবাদও জানিয়েছি। আমার ও ইমরান ভাইয়ের মধ্যকার ব্যক্তিগত একটি প্রতিবাদ।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান প্রসঙ্গে আফ্রিদি বলেন, আমি ইমরান খানের মতো হতে চেয়েছি। তিনি যখন রাজনীতিতে এলেন আমি তাকে সমর্থন দিয়েছি। যখন ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করলেন, আমি সমর্থন দিয়েছি। উনি সরকারপ্রধান হওয়ার আগপর্যন্ত তাকে সমর্থন দিয়েছি। আমি, আমার পরিবার ও আমার সন্তানেরা, আসলে পুরো পাকিস্তানই ওনার ওপর অনেক ভরসা করেছিল। বহু শিক্ষিত মানুষ ইমরান ভাইয়ের কারণে অনুপ্রাণিত হয়ে ভোট দিতে গিয়েছিল।

আফ্রিদি আরও বলেন, ইমরান ভাই যদি দরুদ শরিফ পড়েন, আমরাও প্রতিদিন নামাজে সেটা পড়ি। মূল ব্যাপারটা হলো- আল্লাহ যেমন দেন, তেমনি কেড়েও নেন। আল্লাহ ইমরান খানকে দিয়েছিলেন এবং তিনিই কেড়ে নিয়েছেন। ইমরান ভাই অনেক ভুল করেছেন বলেই আল্লাহ কেড়ে নিয়েছেন এবং তার এসব ভুল স্বীকার করে নেওয়া উচিত। তিনি এই ভুল স্বীকার করে নিলে ভালো রাজনৈতিক দল গঠন করতে পারবেন এবং আরও ভালোভাবে ফিরতে পারবেন। আমি সব সময় ভেবেছি ইমরান দারুণ দূরদর্শী। একজন নেতার আসল ব্যাপার তার দর্শন। কিন্তু সেই দর্শন কাজে লাগাতে আপনার একটা দল দরকার এবং তার সে দল নেই।

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 SKY 24 tv
Design & Developed BY:
ThemesCell