ইউক্রেনের মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানার ভেতর থেকে সব বেসামরিক নাগরিকদের উদ্ধার করা হয়েছে কী না জানেন না আজভ যোদ্ধারা। অনলাইনে একটি বিরল সংবাদ সম্মেলন তারা এই দাবি করেন বলে বিবিসি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।
রোববারের ওই সংবাদ সম্মেলনের আজভ রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডেনিস রেডিস প্রোকোপেনকো এবং তার ডেপুটি সিপিটি স্ব্যাটোস্লাভ ‘কালিনা’ পালামার বলেন, রুশ বাহিনী ওই এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
এর আগে ওই ইস্পাত কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে বলে রোববার বিবিসি এক প্রতিবেদনে দাবি করেছিল।
ইস্পাত কারখানা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছিল এক সপ্তাহ আগে। জাতিসংঘ ও রেডক্রস এই অভিযান পরিচালনা করে।
যুদ্ধ শুরুর পর প্রায় দুই মাস ধরে অবরুদ্ধ মারিউপোলে আটকে আছে ইউক্রেনের অনেক নাগরিক। সবশেষ আশ্রয়কেন্দ্র হিসেবে শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় আত্মগোপন করেন নারী, শিশু, বৃদ্ধসহ কয়েকশ যোদ্ধা। পুরো শহর নিয়ন্ত্রণে নিতে পারলেও ইস্পাত কারখানাটি এখনও ইউক্রেনের সেনাদের দখলে রয়েছে। চারদিক অবরুদ্ধ করে এখানকার আটকে পড়া লোকদের আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়ে আসছিল ইউক্রেন।