মাতৃত্বকালীন ছুটি শেষে আবারও কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মেয়েকে সঙ্গে নিয়ে রোববার ‘মুজিব’ সিনেমার কাজে অংশ নিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নুসরাত ইমরোজ তিশা। মেয়ে ইলহামকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি।
লিখেছেন, ‘ইলহাম তার মায়ের কাজে যাচ্ছে। আস্তে আস্তে কাজ শুরু করছি। প্রথম কাজ হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকের ডাবিং দিয়ে কাজ শুরু করলাম।’
এ ছাড়া মা দিবসে ঘরে বাইরে কাজ করা সব মাকে শুভেচ্ছা জানান এ অভিনেত্রী।
জানা যায়, রোববার থেকে ‘মুজিব’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছেন নুসরাত ইমরোজ তিশা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে সিনেমাটি। এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী।
বিয়ের প্রায় সাড়ে ১১ বছর পর গত ৫ জানুয়ারি কন্যা সন্তানের মা হন অভিনয়শিল্পী নসুরাত ইমরোজ তিশা। মেয়ের নাম রাখেন ইলহাম নুসরাত ফারুকী।
উল্লেখ্য, দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হয় এই তারকা জুটি।