HeyPeR Gaming এর ফ্যান্টাসি কিংডম ভ্রমণ।
HeyPeR Gaming যারা কিনা অনলাইন এ বিভিন্ন রকম গেমস লাইভ করে ভিন্ন ভিন্ন বয়স এর মানুষ এর মন জয় করেছে। HeyPeR Gaming এর রয়েছে দেশি ও ভিনদেশী লক্ষ ভক্ত
HeyPeR Gaming এর একমাত্র ওয়েব সাইট www.heypergaming.com
HeyPeR Gaming এর অ্যাডমিন জানায় ফ্যান্টাসি কিংডম ট্যুর হঠাৎ করে করা সিলেট থেকে আসা তার বন্ধু দের নিয়ে সময় কাটানোর জন্যই
রাজধানী ঢাকার অদুরে সাভারের আশুলিয়ার জামগড়ায় প্রায় ২০ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে ফ্যান্টাসি কিংডম (Fantasy Kingdom) থিম পার্ক।
সারা বিশ্বের জনপ্রিয় এবং আধুনিক সব রাইড দিয়ে সাজানো এই বিনোদন কেন্দ্রে আছে শান্তা মারিয়া, রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, লেজি রিভার, লস্ট কিংডম, প্লে জোন, ওয়াটার ফল, ডুম স্লাইড, ড্যান্সিং জোন এবং ওয়াটার কিংডম।
সুবিশাল জলরাজ্যে বিনোদন এক অভাবনীয় সুযোগ, যা কিনা কনকর্ড ওয়াটার কিংডমেই সম্ভব। মাটির নিচ দিয়ে মনোমুগ্ধকর ও আকর্ষণীয় ভার্চুয়াল এ্যাকুরিয়াম টানেল পার হয়ে প্রবেশ করতে হয় ওয়াটার কিংডমে। কৃত্রিমভাবে সৃষ্ট সাগরের উত্তাল ঢেউ তৈরি করা রাইড ওয়েভ পুল এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইড।
ফ্যান্টাসি কিংডম ছাড়াও তারা বসুন্ধরা সিটি গেম জোন,
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়
ও তার আসে পাশে থাকা বিভিন্ন দর্শনাথী জায়গা গুলোতে সময় কাটায়
HeyPeR Gaming এর সকল আপডেট পেতে আপনাকে ভিজিট করতে হবে তাদের ওয়েব সাইট www.heypergaming.com