জানা যায় এই বছর সৌদি আরবে ৩০ রোজা হওয়ায় সেখানে ঈদ সোমবার ২ই মে।
আর বাংলাদেশে ৩০ রোজা হলে হবে ৩ই মে। কিন্তু দেশে এই বছর দুই দিন আগেই চাদপুর ও পটোয়াখালির কিছু গ্রামে ঈদ উদযাপন করছে। প্রতি বছর এই সকল গ্রামে ঈদ উদযাপন করত সৌদি আরবের সাথে মিল রেখে। কিন্তু এই বছর তারা আফগানিস্তান নাইজার ও মালির সাথে মিল রেখেই ঈদ উদযাপন করছে আজ ১ই মে ।
চাদপুর ঈদের একমাত্র জামাত অনুস্টিত হয়,সমশেরপুর,সাদ্রা,তুরা,মুমুন্সির হাট সহ কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।
এ ছাড়া পটোয়াখালির বদরপুর গ্রামে ঈদের জামাত পড়েন দুই শতাধিক মানুষ।
এ সময় তারা বলেন ঈদের চাদ বিশ্বের যে কোন স্থানে দেখা গেলেই মুসলিমরা ঈদ করতে পারেন।
শাওয়াল মাসের চাদ দেখা গেলে সেই হিসেবে ঈদ উদযাপন করেন তারা