২৬ বছর বয়সে ধোনির কাঁধে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। ২০০৭ সালের এক দিনের বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় নেতৃত্ব ছাড়ার পর সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছিল ধোনিকে। এর পর টেস্ট ক্রিকেট থেকে অনিল কুম্বলে অবসর নেওয়ার পর নেতৃত্ব যায় ধোনির কাঁধে।
বিরাট কোহলী দায়িত্ব ছাড়ার পর রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় টেস্ট দলের দায়িত্ব। তিনিই এখন সব ধরনের ক্রিকেটে নেতৃত্ব দেন ভারতীয় দলকে। কিন্তু ৩৪ বছরের রোহিত আর কত বছরই বা খেলবেন? সেই কারণে টেস্ট ক্রিকেটে তরুণ অধিনায়কই পছন্দ যুবরাজ সিংহের। তিনিই বেছে দিলেন পরবর্তী অধিনায়ক।
ভারতের প্রাক্তন অলরাউন্ডারের মতে ঋষভ পন্থকে টেস্ট ক্রিকেটে অধিনায়ক করা উচিত। যুবরাজ বলেন, “কাউকে একজনকে তৈরি করা উচিত। মহেন্দ্র সিংহ ধোনিকে যেমন হঠাৎ করে অধিনায়ক করে দেওয়া হয়েছিল। তার পর ও নিজেকে তৈরি করেছিল। উইকেটরক্ষকরা সব সময় ভাল ভাবে ভাবতে পারে। গোটা মাঠটা দেখতে পায় ওরা।”
২৬ বছর বয়সে ধোনির কাঁধে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। ২০০৭ সালের এক দিনের বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় নেতৃত্ব ছাড়ার পর সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছিল ধোনিকে। এর পর টেস্ট ক্রিকেট থেকে অনিল কুম্বলে অবসর নেওয়ার পর নেতৃত্ব যায় ধোনির কাঁধে।