সিদ্ধিরগঞ্জে নগদ টাকা ও বিপুল পরিমান মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হতে দেড় কেজি গাঁজা, ৬০ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৩০ হাজার ২৭০ টাকাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) র্যাব-১১ এর লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক কৃতরা হলো – জালকুড়ি মাতবর বাজার এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে মোঃ আলিম উদ্দিন (৫০), আঃ আলি (৪৬) এবং মোঃ করিম হোসেন (৩৫) একই এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
র্যাব -১১ এর লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।